জীবন ও প্রেমঃ বিসমিল্লায় গলদ
"ভালবাসা"
পৃথিবীর বুকে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলেও এর প্রকৃত অর্থ কেউই সঠিকভাবে বলতে পারবে কিনা সন্দেহ।
আমার শুরুটাও তেমনি। প্রকৃত অর্থ আমিও জানতাম না। এখনো জানি না। তবে কিছু একটা অনুভব করতে পারি। ব্যথা জাতীয় কিছু।
ওর সাথে সেদিনের কথার পর আমি তো খুবই উত্তেজিত।
"আমারও এখন গার্লফ্রেন্ড আছে" টাইপের অনুভুতি। উত্তেজনার বশে মেসেজ দিচ্ছি তো দিচ্ছিই।
কখন যেন একটি মেসেজ তার বাবার চোখে পরে গেল!
সাথে সাথে আমায় ফোন। "কিসব মেসেজ দিচ্ছেন আপনি? কে আপনি?"
আমি কি বলেছি সেটা না বললেও চলবে তবে, ওর যে অনেক সমস্যা হবে সেই চিন্তাটাই আমার মনে প্রথম আসল।
এটাই হয়ত ভালবাসা!
নিজের চেয়ে তাকেই প্রায়োরিটি দেয়া।
চলবে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন