উৎসর্গ
আমার সকল পথচলা হোক সকাল কিংবা রাতে
উৎসর্গ সকল পথিক হেঁটেছিল যারা সাথে।
ক্লান্ত দেহের শ্বাসকষ্ট মালুম নেহি পারা
তোরা ছিলিস পথসাথি কোন চিন্তাভাবনা ছাড়া।
মধ্যরাতের কুকুরগুলো অবাক হয়ে দেখত
এ-কোন পাগলদল আসল, মাঝরাত্তিরে হাঁটত!
তোরা ছিলিস বলেই কিনা চলেছি এতটা পথ
হাজার মাইলও পারেনি ক্লান্ত করতে এ দুটো পদ।
উৎসর্গ করবনা কেন তোদের সঙ্গে হাঁটা?
ধন্য তোদের সরিয়ে দিতে সর্বপথের কাঁটা।
জানিনা আর কতদিন তোরা হাঁটবি আমার সাথে
শেষ যাত্রায় চলিস যেন হাত রেখে মোর হাতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন