সাহিত্যের অন্ধ ভক্ত
বাংলাদেশে এমন অনেক পাঠক আছেন যারা পড়াশোনার শুরুটা হুমায়ূন আহমেদ দিয়েই করেছেন। এরপরে তারা সময়, অন্যপ্রকাশের বইয়ের দাম বেশি দেখে সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন, তিন গোয়েন্দা, মাসুদ রানা কিংবা অনুবাদের দিকে ঝুঁকেছেন।
এরপরে শুরু করেছেন আসল খেলা। বিভিন্ন মাধ্যমে সেটা হোক ফেইসবুক কিংবা পত্রিকার পাতা ইত্যাদিতে সমালোচনা শুরু করেছেন। খুব ভাল। সমালোচনা না করলে লেখকরা সম্মানিত হন না। আপনারাই বাদবাকি পাঠকদের মাঝে আকর্ষণ সৃষ্টি করেছেন, জড়িয়েছেন বাকবিতণ্ডায়।
কিন্তু বড় লেইম কথাবার্তা তখনই হয় যখন আপনি হুমায়ূন আহমেদ কে লেখকের কাতারেই ফেলতে অনীহা বোধ করেন। 'দুই দিনের মুরগী, ভাতেরে কয় ফ্রাইড রাইস' টাইপের কথা বলে দেন। আরে মিয়া আপনি জীবনে হুমায়ূন আজাদের নারী পড়েই যদি তাকে মহান মানুষ বানায়ে দেন তাহলে তো রাজা রামমোহন রায় কে মহামানব বানানো উচিত।
আপনারা বলেন, হুমায়ূন আহমেদ তার বইয়ে শুধু আনন্দ দিয়েছেন কোন গভীর জীবনদর্শন নিয়ে আসতে পারেন নি। আপনারা তাকে তুলনা করেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাথে, কিংবা আর্নেস্ট হেমিংওয়ে অথবা চার্লস ডিকেন্স এর সাথে। কেন?
তাদের বইয়ে অনেক জীবনদর্শন ছিল তাই?
আচ্ছা ছিল বুঝলাম, কিন্তু আপনি সেইটা পড়ে জীবন, সমাজ তথা দেশের কোন বালডা ছিড়ছেন?
দেশে কতদিন যাবৎ জায়গায় জায়গায় মানুষ মারা যাচ্ছে, গুম হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, পদ্মায় ফারাক্কা বাঁধের পানি এসে বন্যা হচ্ছে, দেশের নিম্নাঞ্চল পানির নিচে চলে যাচ্ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কর্মক্ষেত্র কমে যাচ্ছে, কৃষিজমি হ্রাস পাচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, ধর্ষন, মাদক, অস্র ইত্যাদিতে আসক্ত হচ্ছে যুবসমাজ... ইত্যাদি কোটি কোটি সমস্যার আপনি কোনটা সমাধান করার উদ্যোগ নিয়েছেন?
কই বিদেশী ওই লেখকদের বইতে কি এসব ব্যাপার বুঝানো হয়নাই? নাকি আপনার জীবনদর্শনের সাথে এগুলা যায় না? নাকি ওসব জীবনদর্শন তৎকালীন সময়ের জন্যই ছিল শুধু? বলেন, জবাব দেন...
জীবনদর্শন খুঁজেন অথচ নিজের জীবনে পরের খুঁত ধরা ছাড়া আর কোন বালের কাজেও আসতে পারেন নাই। আপনার জন্য সাহিত্য না। আপনি রায়বাজারে পিনুরামের চটি বই পড়ে হস্তমৈথুন করুন গিয়ে। অমুকে ভাল না, তমুকে পারে নাই এসব বলে পাবলিকের দৃষ্টি আকর্ষণের চেয়ে নম নম করে কবরে পা রাখুন গিয়ে। এদেশ আপনাকে জন্ম দিয়ে ভুল করেছে, শিক্ষিত করে ভুল করেছে এরপরে ভুল করেছে বাঁচিয়ে রেখে। জাস্ট মরে যান ভাই...
#সাহিত্য #হুমায়ূন_আহমেদ #বিদেশী_সাহিত্য #জীবন_দর্শন #হুমায়ূন_আজাদ #বাল_আমার
ছবি ক্রেডিট: eআরকি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন