শিক্ষার ওপর ভ্যাট???

-১০ টাকা চালের কেজি ৪৫ টাকা হয়েছে ??? মেনে নিলাম।
--সাত টাকার পিঁয়াজ ১১০ টাকা হলো, মেনে নিলাম।
-- মরিচের কেজি ৪০০ টাকা, মেনে নিলাম।
-- গরুর মাংসের কেজি ৩৭৫ টাকা, মেনে নিলাম।
-- ২০ টাকার কেরোসিন ১০৫ টাকা হলো, মেনে নিলাম।
-- ২০ টাকার সয়াবিন তেল আজ ১১০ টাকা..?? মেনে নিলাম।
-- শেখ মুজিবর রহমান স্বাধীনতা ঘোষনা দিয়েছে??? মেনে নিলাম।
- ৪৪ বছর ধরে রোজ শোষন হচ্ছি , মেনে নিলাম।
-- পদ্মা সেতুর নামে কোটি টাকা লাপাত্তা, মেনে নিলাম।
-- ৩ টাকার সিগারেট ১২ টাকা হলো, মেনে নিলাম।
-- ৪০০০ কোটি টাকার দুর্নীতি হলো, মেনে নিলাম।
-- সেনাবাহিনীর প্রধানদের হত্যা করা হল, মেনে নিলাম।
-- রাতের অন্ধকারে হাজার হাজার মুসল্লি আন্দোলনকারীদের হত্যা করে লাশ গুম করা হল, মেনে নিলাম।
-- শেয়ার বাজার ধসে বহু লোক গলায় দড়ি দিলো, মেনে নিলাম।
-- রানা প্লাজা জামাত শিবির ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মেনে নিলাম
-- অবৈধ ভাবে ক্ষমতায় যায় সরকার, মেনে নিলাম।
-- গর্ভবতী মায়ের পেটে গুলি করে শিশু রক্তাক্ত, মেনে নিলাম।
--পাইপের চিপায় পরে জুস খায় শিশু জিহাদ, মেনে নিলাম।
-- পানির বদলে ঘাম খায় দরিদ্র রাজন, মেনে নিলাম ।
--মোবাইলে ১০০ টাকার কথা বললে ভ্যাট দেওয়া ২১ টাকা, মেনে নিলাম।
"এতকিছু মানতে পারলি আর সামান্য ৭,৫% ভ্যাট আরোপ হইছে এটা মানতে পারলি না ??"
এহেম এহেম,
ভাই শোনেন উপরে বর্ণিত এতো কিছু যেভাবে মেনেছি সেভাবেই এটাও মানি যে বাংলাদেশে এখন পযন্ত যতগুলি আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনের পিছনে আছে জেলখানার ওই চৌদ্দ শিক,
আছে রক্তে রঞ্জিত রাজপথ,
আছে টিয়ার শেল,
আছে হাজার হাজার রাউন্ড গুলি!!
এগুলো ছাড়া কোন আন্দোলনই সফলতার মুখ দেখে নি। :-)
আর ঠিক এগুলো মেনেই আমারা সামনে এগোচ্ছি; দেখি না কি হয়।
শেয়ার করুন আর ছড়িয়ে দিন।
সবাই দেখুক বাংলার বুক কত শান্তিপূর্ণ...
(কালেক্টেড & মডিফাইড)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন