টেরোরিস্ট ফ্যাক্টস।
Terrorist তারাই যারা terror সৃষ্টি করে।
সেটা যারাই করুক না কেন দল-মত নির্বিশেষে তারাই টেরোরিস্ট।
বারাক ওবামাও যদি কোন terror সৃষ্টি করে তবে সেও টেরোরিস্ট।
স্বীকার করা না করা তার ব্যাপার।
সূত্রানুযায়ী, আমিও যদি কোন terrorism এর সাথে যুক্ত থাকি তবে আমাকেও terrorist বলা হবে।
তবে বর্তমান বিশ্ব অন্য একটি সূত্র ব্যবহার করে।
সেটা হল,
Every Muslim is a terrorist.
যেটা terrorist সূত্র বহির্ভূত।
মূলতঃ বর্তমান মিডিয়া জগতের প্রভাবে ওটাকে সূত্রে পরিণত করা হয়েছে।
আমি মুয়াজ একার কথায় ঐ সূত্র পরিবর্তন অসম্ভব।
কিন্তু আমার মত হাজারো মুয়াজ যদি চায় মিডিয়া কেন সারা বিশ্ব নতুন সূত্রে পরিচালিত হতে বাধ্য।
ফোন উঠান, পোস্ট করুন
কলম নিন, ছড়িয়ে দিন;
আর মুছে ফেলুন মুসলিম নামের সাথে থাকা terrorist এর ট্যাগ।
I'm Muaj.
I'm a Muslim.
And I'm not a terrorist.
#MuslimsAreNotTerrorist
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন